Bangladesh
 01 Aug 20, 08:45 PM
 35             0

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত॥

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত॥

 

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকালে সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলো- শিবগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকার সামিউল ইসলাম ছেলো শামীম (৭) ও নাচোল উপজেলার জোনাকি পাড়া এলাকার মিলন আলীর ছেলে আজমীর (৯)।শিবগঞ্জ থানা পুলিশ জানায়, আজ শনিবার সকাল ১০টার দিকে বাচ্চারা রাস্তায় খেলার সময় এদিক ওদিক ছোটাছুটি করছিল। এসময় শামীম হঠাৎ করে চলন্ত ট্রাকের সামনে এসে পড়লে ঘাতক ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শামীম মারা যায়। শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটিকে এলাকাবাসী আটক করেছে। অন্যদিকে, নাচোল উপজেলায় সকাল ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় আজমীর নিহত হয়েছে। নাচোল থানার ওসি সেলিম রেজা জানান, শিশুটি রাস্তা পারাপারের সময় রোগীবাহী অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')