News71.com
 Bangladesh
 16 Sep 20, 11:54 AM
 314           
 0
 16 Sep 20, 11:54 AM

পূজা উপলক্ষে আরও ৬৩ মেট্রিক টন ইলিশ পেল ভারত॥

পূজা উপলক্ষে আরও ৬৩ মেট্রিক টন ইলিশ পেল ভারত॥

নিউজ ডেস্কঃ পূজা উপলক্ষে প্রতিশ্রুত ১ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশের মধ্যে দ্বিতীয় চালানে ৬৩ মেট্রিক টন ২৪০ কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ৮টি ট্রাকে এ ইলিশের চালান কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। এর আগে সোমবার প্রথম চালানে দুই ট্রাকে ১২ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়। বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা শামিম হোসেন জানান, প্রতি কেজি ১০ ডলার মূল্যে শুল্কমুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে রফতানি হচ্ছে।

জানা গেছে, দেশে ইলিশের উৎপাদন কমার কারণ দেখিয়ে ২০১২ সালের পর রফতানি বন্ধ করে দেয় সরকার। তবে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্ক বাড়াতে গত বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রফতানি করা হয়েছিল। এর ধারাবাহিকতায় এ বছরও দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে ১ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয় বাংলাদেশ সরকার। বাংলাদেশের ৯ জন রফতানিকারক ইলিশ রফতানির সুযোগ পেয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী আগামী মাসের ১০ অক্টোবরের মধ্যে বাকি ইলিশ রফতানি করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন