News71.com
 Bangladesh
 21 Nov 20, 10:32 PM
 298           
 0
 21 Nov 20, 10:32 PM

মাওলানা ভাসানীর কথা শুনলে দেশ ব্রুনাই হয়ে যেত॥ ডা. জাফরুল্লাহ

মাওলানা ভাসানীর কথা শুনলে দেশ ব্রুনাই হয়ে যেত॥ ডা. জাফরুল্লাহ

 

নিউজ ডেস্কঃ মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কথা শুনলে দেশ আজকে এই পর্যায়ে না থেকে আরও উন্নত হতে বলে মন্তব্য করেছেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।  আজ শনিবার মাওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  তিনি বলেন  আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো কাজ করছেন  করতে চান কিন্তু কেনো যেনো তাকে আটকে দেয়া হয়। যেমন- পরশু দিন তিনি অ্যান্টিবায়োটিকের বিপদের কথা বলেছেন। এটা অত্যন্ত সঠিক কথা। কিন্তু তিনি কি কাজ করেছেন? তাহলে কি করতে হবে ডাক্তাররা যে প্রেসক্রিপশন দেন সেইগুলোর অডিট করতে হবে। আজব আজব ওষুধ দিচ্ছে কিনা সেটা দেখতে হবে। পরিবর্তন হলে এই দেশ ব্রুনাই হতো, সুইজারল্যান্ড না হলেও ব্রুনাই হতো। আপনারা যদি মাওলানা ভাসানীর কথা শুনতেন তাহলে এই দেশ ব্রুনাই হতো।  মুন্সীগঞ্জের মুজিবুর রহমানের সভাপতিত্বে ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, জাতীয় পার্টি  প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, সাবেক ন্যাপ নেতা অধ্যাপক আবুল বাসার, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা ফরিদ উদ্দিন, ইউনুছ মৃধা, রফিকুল ইসলাম রিপন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন