News71.com
 Bangladesh
 01 Mar 21, 12:42 PM
 609           
 0
 01 Mar 21, 12:42 PM

চাঁদপুরের মতলবে ইভিএমে ভোট দিয়ে শতায়ুর আশা পূরণ।।

চাঁদপুরের মতলবে ইভিএমে ভোট দিয়ে শতায়ুর আশা পূরণ।।

 

নিউজ ডেস্কঃ ভোট দিতে কেন্দ্রে আসেন শতায়ু জয়া রানী ঘোষ। অন্যবারে ব্যালটে ভোট দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। কিন্তু এবার সেই চিত্র পাল্টেছে। ভোট হচ্ছে ইভিএমে। এতে হতাশ নয় শতায়ু এই বৃদ্ধা। সঙ্গে থাকা আরেকজন বিশ্বস্ত নারীর সাহায্য নিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেন তিনি।

 

চাঁদপুরে মতলব পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এই ভোট কেন্দ্রে রবিবার দুপুর ঠিক ২টায় ভোট দেন জয়া রানী ঘোষ। পাশেই ঘোষপাড়ায় তার বাসা। স্বামী প্রয়াত হয়েছেন সেই ৬০ বছর আগে। পরিবারে তিন ছেলে আর দুই মেয়ের সংসারে দুই ডজন নাতিপুতি নিয়ে এখনো বেঁচে আছেন জয়া রানী ঘোষ। 

 

ভোট দিয়ে জয়া রানী ঘোষ জানান, বাপু জীবনে অনেকবার ভোট দিসি। তবে এই বারের মতো ভোট আগে কহনো দেই নাই। মেশিন দেইখা খটকা লাগলেও পরে ঠিকই নিজের পছন্দের প্রার্থীগোরে ভোট দিতে পারছি। চাঁদপুরের মতলব ও শাহরাস্তি পৌরসভায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে। জেলার দুই পৌরসভায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন