News71.com
 Bangladesh
 16 Jan 22, 06:43 PM
 491           
 0
 16 Jan 22, 06:43 PM

নারায়ণগঞ্জের সিটি নির্বাচন স্মরনকালের সর্বোত্তম॥ ইসি মাহবুব

নারায়ণগঞ্জের সিটি নির্বাচন স্মরনকালের সর্বোত্তম॥ ইসি মাহবুব

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে নিজেদের মেয়াদকালের সর্বোত্তম নির্বাচন বলে অভিহিত করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। রোববার (১৬ জানুয়ারি) নাসিক নির্বাচন শেষে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের ডেকে এমন মন্তব্য করেন তিনি। এর আগে তিনি নাসিক এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। মাহবুব তালুকদার বরাবরই কমিশনের বাইরে গিয়ে নিজের মতামত তুলে ধরেন। এজন্য কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনে তিনি বরাবরই আলোচিত, সমালোচিত হয়ে আসছেন।

লিখিত বক্তব্যে এই জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার বলেন, নাসিক নির্বাচন আমাদের কার্যকালে সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচন। এটি ছিল আমার অনেক প্রত্যাশার স্থান। কারণ, আমি ইতোপূর্বে বলেছি যার শেষ ভালো, তার সব ভালো। নাসিক নির্বাচনে আমি ৪টি কেন্দ্রের ১৪টি বুথ পরিদর্শন করেছি। এই নির্বাচনে উল্লেখযোগ্য কোনা সংঘর্ষ ও সন্ত্রাসের ঘটনা ঘটেনি। বিগত ৫ বছরে যতগুলো সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় প্রথম কুসিক নির্বাচন ও সর্বশেষ নাসিক নির্বাচন সর্বোত্তম। সংসদ সদস্য শামীম ওসমানের নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) অবস্থানকে ঈঙ্গিত করে মাহবুব তালুকদার বিষ্ময় প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন