News71.com
 Bangladesh
 24 Apr 20, 11:04 AM
 1137           
 0
 24 Apr 20, 11:04 AM

করোনা সনাক্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের নিজস্ব পিসিআর দিলো বাকৃবি॥

করোনা সনাক্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের নিজস্ব পিসিআর দিলো বাকৃবি॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তকরণের পরিধি বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিজস্ব একটি রিয়েল টাইম পিসিআর মেশিন ও মেশিনটির আনুষঙ্গিক যন্ত্রাংশ ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ময়মনসিংহ মেডিকেল কলেজে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মেশিনটি হস্তান্তর করা হয়।দুপুরে পিসিআর মেশিনটি ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্ত রঞ্জন দেবনাথকে বুঝিয়ে দেয়া হয়। এসময় বিএমএ ময়মনসিংহ জেলা সভাপতি ডা. মতিউর রহমান ভূঞা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল কাফি, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. জায়েদুল হাসান, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ মুনির হোসেন এবং রেজিস্ট্রার কৃষিবিদ ছাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান বরাবর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এবং বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্ত রঞ্জন দেবনাথ এ সংক্রান্ত চিঠি দেন। পরে করোনার ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের সম্মতিতে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান তাৎক্ষণিক ১টি রিয়েল টাইম-পিসিআর মেশিন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.লুৎফুল হাসান বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনা সনাক্তের ল্যাব স্থাপনের শুরু থেকেই আমরা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আসছি। আমাদের একাধিক অধ্যাপক সেখানে দিন রাত সময় দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পিসিআর মেশিনটি ময়মনসিংহ মেডিকেল কলেজকে প্রদান করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন