নিউজ ডেস্কঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটিতে অনেক বিতর্কিতদের পদায়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সমন্বয়করা। সোমবার রাত ৮টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমন কথা জানান তারা।লিখিত বক্তব্যে সমন্নয়ক জি.কে.ফারুক বলেন, যারা ৫ই আগস্টের স্পিডকে ধারণ না করে বিভিন্ন অপকর্মে যেমন-বিআরটিসি অফিসে হামলা, আওয়ামী দোসরদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অপচেষ্টা, ইউএনও অফিসে চাঁদাবাজি, ডিআইজি অফিসে হামলা, খুনি আসামিকে ছাড়ানোর জন্য মধ্যরাতে বিভাগীয় কমিশনারকে ফোন করে সুপারিশ করার প্রস্তাব ও নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনের মাধ্যমে শহরে দুটি মারামারি ঘটনা ঘটিয়েছে তাদেরকে কমিটিতে পদায়ন করা হয়েছে। অথচ নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনের মাধ্যমে মারামারি ঘটনার প্রেক্ষিতে থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।