News71.com
 Bangladesh
 14 Jan 21, 11:08 AM
 1058           
 0
 14 Jan 21, 11:08 AM

ময়মনসিংহে ৪০ কেজি ওজনের কষ্টিপাথরসহ আটক ৭ জন॥

ময়মনসিংহে ৪০ কেজি ওজনের কষ্টিপাথরসহ আটক ৭ জন॥

নিউজ ডেস্কঃ ময়মনসিংহ নগরীতে অভিযান চালিয়ে ৪০ কেজি ওজনের কষ্টিপাথরসহ সাতজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। তারা হলেন- প্রদীপ মজুমদার (৬৬), মোহাম্মদ শহীদুল্লাহ (৫৯), আলাউদ্দিন (৭০), মোহাম্মদ রুকতন (৪০), শেখ শামসুল আলম (৪৬), নিমন রানা (৩০) ও নাজিরুল ইসলাম মিন্টু (৪৯)। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে নগরীর আকুয়া বাইপাস মোড়ে র‍্যাব-১৪ এর ব্যাটালিয়ন সদর কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার উদ্দিন।

ইফতেখার উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ জানুয়ারি) দিনগত রাত আড়াইটায় নগরীর শিববাড়ি এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৪'র একটি দল। অভিযানে শিববাড়ি ওভারব্রিজের নিচে রানা জুয়েলার্স থেকে ওই সাত চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয় র‍্যাব। এসময় তাদের কাছ থেকে প্রায় ৪০ কেজি ওজনের কষ্টিপাথর ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি বলেন, আটকরা কষ্টিপাথর পাচারকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে কষ্টিপাথর সংগ্রহ করে অবৈধভাবে পাচার করে আসছিল। চক্রের অন্যান্যদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন