bangladesh
 21 May 20, 10:24 PM
 28             0

রাজশাহীতে নতুন ৬ করোনা রোগী শনাক্ত॥ নগরে ৪

রাজশাহীতে নতুন ৬ করোনা রোগী শনাক্ত॥ নগরে ৪

নিউজ ডেস্কঃ রাজশাহীতে করোনা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছেই। জেলায় নতুন করে আরও ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রাজশাহী মহানগরে তিনজন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুইজন একই পরিবারের। তারা সম্পর্কে বাবা-মেয়ে। এ পরিবারে আরও একজন করোনা রোগী আছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থাপিত নতুন ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়েছে। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বৃহস্পতিবার (২১ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (২০ মে) ৯৪টি নমুনা নিয়ে পরীক্ষা শুরু করা হয়। এরমধ্যে ৭৭টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে। ত্রুটি থাকায় বাকি ১৭টি নমুনার রিপোর্ট হয়নি। রাত ১টার দিকে পরীক্ষা শেষ হয়।সাইফুল ফেরদৌস জানান, ৭৭টি নমুনার মধ্যে মোট সাতটির রিপোর্ট এসেছে করোনা পজিটিভ। এরমধ্যে একজনের বাড়ি পাবনা। তিনজনের বাড়ি রাজশাহী মহানগর এলাকায়। আর দুইজনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। অন্যজন জেলার মোহনপুর উপজেলার বাসিন্দা। রাজশাহী মহানগরের একজনের ঠিকানাটা এখনও স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে না। অন্য দুইজনের বাড়ি উপর ভদ্রা।তিনি জানান, রাজশাহী মহানগরের উপর ভদ্রা এলাকার যে বাবা-মেয়ের করোনা পজিটিভ সে বাড়িতে একজন করোনা রোগী আছেন। তিনি নতুন শনাক্ত হওয়া মেয়েটির মা। এ নারী, তার ছেলে ও পূত্রবধূ সম্প্রতি নরসিংদী থেকে রাজশাহী এসেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')