News71.com
 Bangladesh
 31 Jul 25, 11:06 PM
 9           
 0
 31 Jul 25, 11:06 PM

রাকসু নির্বাচনে অংশ নিতে লাগবে ডোপ টেস্ট ॥  

রাকসু নির্বাচনে অংশ নিতে লাগবে ডোপ টেস্ট ॥   

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের আচরণবিধি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আচরণবিধি অনুযায়ী, ডোপ টেস্ট করে রিপোর্ট নেগেটিভ না হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার ড. আমজাদ হোসেনের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই আচরণবিধি কর্যকর থাকবে বলে জানানো হয়।

নির্বাচনি আচরণবিধিতে বলা হয়েছে, প্রার্থী নিজে অথবা তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে। মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের সময় কোনো প্রকার মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। প্রার্থী ৫ জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে না। প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। মনোনয়নপত্র দাখিল এবং প্রার্থিতা প্রত্যাহারের সময় অন্য কেউ কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন