News71.com
 Bangladesh
 15 Oct 20, 10:29 AM
 1002           
 0
 15 Oct 20, 10:29 AM

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অটোরিকশাচালকের মৃত্যু॥

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অটোরিকশাচালকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে শফিকুল ইসলাম (৪৮) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) রাতে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে উল্লাপাড়া উপজেলার ভদ্রকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত খসম আলীর ছেলে।পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. হামিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যার উদ্দেশ্য নিয়ে রেলসড়কে এসে দাঁড়িয়েছিলেন শফিকুল ইসলাম। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেসের চলন্ত ট্রেনে কাটা পড়েন তিনি। এতে তার দুটি পা কাটা পড়ে।স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন