News71.com
 Bangladesh
 22 Nov 20, 09:21 PM
 862           
 0
 22 Nov 20, 09:21 PM

চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছরের কিশোর গ্রেফতার॥

চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছরের কিশোর গ্রেফতার॥

 

নিউজ ডেস্কঃ বগুড়ার শেরপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়। এর আগে  শনিবার শেরপুর উপজেলায় ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত কিশোর একই এলাকার বাসিন্দা। বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত এসএম আবুল কালাম আজাদ জানান শনিবার দুপুর সোয়া দুইটার দিকে ওই শিশুকে গরুর ঘাস কাটার কথা বলে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ওই কিশোর। একপর্যায়ে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে সে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করেন। তবে কৌশলে পালিয়ে যায় ওই কিশোর। পরে ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে অভিযুক্তকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন  ধর্ষণের শিকার শিশুটিকে পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া গ্রেফতার কিশোরকে বগুড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন