News71.com
 Entertaintment
 16 Oct 20, 07:17 PM
 206           
 0
 16 Oct 20, 07:17 PM

প্রভাসের শুটিং সেটে আগুন॥ অভিযোগ উড়িয়ে দিলেন নাগার্জুন

প্রভাসের শুটিং সেটে আগুন॥ অভিযোগ উড়িয়ে দিলেন নাগার্জুন

বিনোদন ডেস্কঃ তেলুগু তারকা নাগার্জুন আক্কিনেনির অন্নপূর্ণা স্টুডিওসে শুটিং চলছিল প্রভাস ও পূজা হেগড়ের সিনেমা ‘রাধে শ্যাম’র। শুক্রবার (১৬ অক্টোবর) সকালেই সেখানে কয়েকটি শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ে সংবাদ ও সামাজিকমাধ্যমে। শোনা যায়, শর্ট সার্কিট থেকেই নাকি এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এসব অভিযোগ একেবারেই মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন স্টুডিওসের স্বত্ত্বাধিকারী নাগার্জুন আক্কিনেনি। টুইটারে পোস্ট দিয়ে সবাইকে আশ্বস্ত করে তিনি জানান, তেমন কিছুই ঘটেনি। সবকিছু ঠিক আছে। ‘বাহুবলী’খ্যাত সুপারস্টার প্রভাস ‘সাহো’র পর কাজ করছেন ‘রাধে শ্যাম’ সিনেমায়। ২শ’ কোটি রুপি বাজেটের সিনেমাটি চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন রাধাকৃষ্ণ কুমার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন