News71.com
 Entertaintment
 05 May 24, 11:41 PM
 1036           
 0
 05 May 24, 11:41 PM

ইউনিসেফ ইন্ডিয়ার শুভেচ্ছাদূত হলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর॥

ইউনিসেফ ইন্ডিয়ার শুভেচ্ছাদূত হলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর॥


বিনোদন ডেস্কঃ বলিউডের অন্যতম সফল অভিনেত্রী কারিনা কাপুর ভিন্ন ধারার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী মুগ্ধ করেছেন অগণিত দর্শককে। এই অভিনেত্রী এবার সম্পূর্ণ নতুন এক দায়িত্ব পেলেন। ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় শুভেচ্ছাদূত হলেন তিনি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী,ইউনিসেফ ইন্ডিয়ার নতুন শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করা হল করিনা কাপুর খানের নাম। শনিবার ইনস্টাগ্রামে কারিনা ইউনিসেফ ইন্ডিয়া ইভেন্ট থেকে ছবি পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘০৪-০৫-২৪। আমার জন্য একটি আবেগময় দিন... ইউনিসেফ ভারতের জাতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হতে পেরে আমি সম্মানিত। গত ১০ বছর ধরে @unicefindia-এর সাথে কাজ করা সত্যিই সমৃদ্ধ এবং অন্তর্দৃষ্টিপূর্ণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন