Entertaintment
 02 Dec 20, 12:08 PM
 50             0

অবশেষে রাজনীতিতে আসছেন রজনীকান্ত।।

অবশেষে রাজনীতিতে আসছেন রজনীকান্ত।।

বিনোদন ডেস্কঃ বেশ কয়েক বছরের গুঞ্জন, রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন বলিউড ও ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। কিন্তু পরে আর সেই গুঞ্জন সত্যতে রূপ নেয়নি। তবে এবার শোনা যাচ্ছে, সত্যি সত্যি ভারতের রাজনীতিতে পা রাখতে যাচ্ছেন রজনীকান্ত। কোনো দলের হয়ে নয়, নিজেই নতুন দল ঘোষণা করতে যাচ্ছেন তিনি । ভারতের শোবিজভিত্তিক গণমাধ্যম পিংক ভিলা এমন তথ্য দিয়েছে। গণমাধ্যমটি বলছে, সোমবার ‘রজনী মক্কল মন্দ্রম’ নামক সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে প্রায় ৪ ঘণ্টা বৈঠক করেন রজনীকান্ত। বৈঠক শেষে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, ‘আমার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হবে সেই সিদ্ধান্ত শিগগিরই আপনাদের জানাব। আমার সমর্থক, ভক্ত-অনুরাগীরা জানিয়েছেন, আমি যা-ই সিদ্ধান্ত নিই না কেন, তাদের কোনো আপত্তি নেই।’যদিও গত মাসে রজনীকান্তের নামে একটি চিঠি ভারতের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে উল্লেখ করা হয়, রাজনীতিতে যোগদানের মতো শারীরিক অবস্থায় নেই রজনীকান্ত। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন। কিন্তু পরে চিঠিকে ভুয়া বলে তথ্য দিয়ে রজনীকান্ত টুইট করেন, এ চিঠি তার নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')