Entertaintment
 14 Jan 21, 11:22 AM
 15             0

তামিলনাড়ুতে ব্লকবাস্টার সিনেমা বিজয়ের ‘মাস্টার’॥

তামিলনাড়ুতে ব্লকবাস্টার সিনেমা বিজয়ের ‘মাস্টার’॥

বিনোদন ডেস্কঃ তামিলনাড়ুর সিনেমা হলগুলোতে যেন উৎসব লেগেছে। শুধু একটি রাজ্যেই অন্তত ৯০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘থালাপাথি’ (দলপতি) খ্যাত অভিনেতা বিজয়ের ‘মাস্টার’। তামিল সুপারস্টার বিজয়ের প্রতীক্ষিত সিনেমা ‘মাস্টার’ বুধবার পৌষ সংক্রান্তিতে (১৩ জানুয়ারি) মুক্তি পেয়েছে। এ নিয়ে তামিল সিনেমার দর্শক-ভক্তদের উন্মাদনা সংক্রান্তি উৎসবকে অন্য মাত্রা এনে দিয়েছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ও বিশ্বজুড়ে সিনেমাটির তামিল সংস্করণ বুধবার মুক্তি পেলেও, এর হিন্দি সংস্করণ উত্তর ভারতে মুক্তি পাবে ১৪ জানুয়ারি।

‘মাস্টার’ ঘিরে দর্শকদের এমন উন্মাদনা করোনাকালে সিনেমা শিল্পে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। দর্শক-সমালোচক সবার একটাই মন্তব্য, বছরের প্রথম ব্লকবাস্টার হতে যাচ্ছে সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অন্তত আগামী সোমবার (১৮ জানুয়ারি) পর্যন্ত সিনেমা হলগুলোর অধিকাংশেই অগ্রীম টিকেট বিক্রি হয়ে গেছে। মুক্তির দিনেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে লম্বা সারিতে দাঁড়িয়ে প্রেক্ষাগৃহে ঢোকেন দর্শকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')