News71.com
 International
 15 Oct 18, 04:37 PM
 279           
 0
 15 Oct 18, 04:37 PM

নাসিব সীমান্ত খুলে দিয়েছে জর্ডান-সিরিয়া

নাসিব সীমান্ত খুলে দিয়েছে জর্ডান-সিরিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ জর্ডান ও সিরিয়ার মধ্যে থাকা নাসিব সীমান্ত আজ সোমবার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। স্বাভাবিক যাত্রী চলাচল ও পণ্য পরিবহনের জন্য এখন থেকে ব্যবহার করা যাবে সীমান্তটি। এই সীমান্তের কার্যকারিতা সিরিয়া-জর্ডান ছাড়াও লেবাননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সোমবার সম্পূর্ণভাবে খুলে দেওয়া হলেও পূর্ণ উদ্যমে বাণিজ্য শুরু হতে আরও কিছু দিন লেগে যাবে। প্রায় সাত ছর ধরে চলা গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়। এর মধ্যে গত জুলাই মাসে রাশিয়ার সহায়তায় জর্ডান সীমান্তের নাসিব সীমান্ত অঞ্চলের দখল বিদ্রোহীদের কাছ থেকে কেড়ে নেয় আসাদ বাহিনী। সীমান্তটি ২০১৫ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। অথচ ওই সীমান্তটি দিয়ে দিনে শত শত ট্রাক পণ্য পরিবহন করা হত। তুরস্ক ও লেবানন থেকে উপসাগরীয় অঞ্চলে পণ্য পরিবহনের এই বাণিজ্য বার্ষিক কয়েকশ কোটি ডলারের।


নাসিব সীমান্তটি খুলে দেওয়াটা লেবাননের জন্যও খুব গুরুত্বপূর্ণ। কারণ লেবাননের এক পাশে সিরিয়া ও আরেক পাশে ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে দেশটির কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। ফলে স্থলপথে পণয় পরিবহণেড় নয় লেবাননকে সিরিয়ার ওপরই নির্ভর করে থাকতে হয়। জর্ডানের জাবের চেকপয়েন্টে থাকা একজন কর্মকর্তার কাছ থেকে সকাল ৮টায় নাসিব সীমান্ত খুলে দেওয়ার কথা জানা গেছে। কিন্তু বেলা ১১টা পর্যন্ত একজন সিরীয় ও কয়েকজন জর্ডানিয়ান ব্যবসায়ীর পারাপার হওয়া ছাড়া আর তেমন কোনও যাত্রী বা পণ্য পরিবহনের ঘটনা ঘটেনি। সেখানে কর্মরত ইমাদ রিয়ালাত জানিয়েছেন, তারা যাত্রী ও পণ্য পরিবহনের কার্যক্রম সম্পন্ন করতে প্রস্তুত। তবে শুরুর দিকে বলে এখনও চাপ এখনও কম। সামনের দিনগুলোতে যাত্রীদের যাওয়া-আসা ও পণ্য পরিবহন বাড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন