News71.com
 International
 26 Apr 24, 10:14 AM
 34           
 0
 26 Apr 24, 10:14 AM

বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়॥পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়॥পাকিস্তানের প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্কঃ ‘বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়।’ বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির প্রশংসা করে বুধবার (২৪ এপ্রিল) এ মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। করাচিতে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে এখন আমাদের লজ্জা হয়।’ তিনি আরও বলেন, ‘ “পূর্ব পাকিস্তানকে” এক সময় দেশের বোঝা মনে করা হতো। কিন্তু এখন শিল্পায়নের প্রবৃদ্ধিতে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে তারা।’শাহবাজ শরিফ বলেন, ‘আমি ছোটবেলায় শুনতাম, “পূর্ব পাকিস্তান” একটি বোঝা। আজ সেই বোঝা কোথায় পৌঁছেছে (অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে), আপনারা তা দেখছেন। ১৯৭১ সালে স্বাধীন হওয়া বাংলাদেশ এখন আর্থসামাজিক খাতের প্রায় সব সূচকেই পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন