
আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অস্ত্রটির নাম উল্লেখ করেন ‘ডিসকম্বোবুলেটর’ হিসেবে।নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ডিসকম্বোবুলেটর সম্পর্কে আমি কথা বলতে পারি না।’ তবে তিনি দাবি করেন, অভিযানের সময় এটি শত্রুপক্ষের সরঞ্জাম অকার্যকর করে দিয়েছিল। শনিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
তবে জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ট্রাম্প সম্ভবত বিভিন্ন সামরিক সক্ষমতাকে একত্র করে একটি কাল্পনিক অস্ত্র হিসেবে উল্লেখ করেছেন। কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ‘ডিসকম্বোবুলেটর’ নামে আলাদা কোনো অস্ত্রের অস্তিত্ব নেই। সিএনএনের তথ্যমতে, অভিযানের সময় মার্কিন বাহিনী ভেনেজুয়েলার আগাম সতর্কতা ব্যবস্থা ও অন্যান্য প্রতিরক্ষাব্যবস্থা নিষ্ক্রিয় করতে সাইবার প্রযুক্তি ব্যবহার করে। পাশাপাশি মাটিতে থাকা সেনাদের বিভ্রান্ত করতে শব্দভিত্তিক (অ্যাকুস্টিক) সরঞ্জামও ব্যবহৃত হয়।