News71.com
 International
 21 Oct 18, 05:19 AM
 187           
 0
 21 Oct 18, 05:19 AM

যুক্তরাজ্যের সাবেক উপ প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়েছে ফেসবুক  

যুক্তরাজ্যের সাবেক উপ প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়েছে ফেসবুক   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের সাবেক উপ প্রধানমন্ত্রী ও বেক্সিট বিরোধী আইনজীবী নিক ক্লেগকে নিয়োগ দিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। প্রতিষ্ঠানটির তিনি গ্লোবাল পলিসি ও কমিউনিকেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ক্লেগ ফেসবুক পেজে লিখেছেন,ফেসবুকে যোগদান করতে পেরে আমি আনন্দিত। ইউরোপ ও যুক্তরাজ্যের রাজনীতিতে প্রায় ২০ বছর ধরে যুক্ত থাকার পর এটা আমার জন্য একটি উত্তেজনাপূর্ণ নতুন দুঃসাহসিক কাজ। ভুয়া খবর,তথ্যের নিরাপত্তা ও বিভিন্ন সরকারের কড়াকড়ির চাপের মধ্যে থাকা ফেসবুককে উদ্ধারের দায়িত্ব নিতে যাচ্ছেন ক্লেগ। জানুয়ারিতে সিলিকন ভ্যালিতে পাড়ি দিবেন এই লিবারেল ডেমোক্র্যাট দলের সাবেক প্রধান। ২০১০ থেকে ২০১৫ সালে লিবারেল ডেমোক্র্যাটরা ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টির সঙ্গে জোট বেঁধে ক্ষমতা গ্রহণের পর উপ প্রধানমন্ত্রী হন ক্লেগ। এটাই তার রাজনৈতিক জীবনের স্বরনালী সময় ছিল। ডেইলি মেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন