News71.com
 International
 23 Feb 19, 06:22 AM
 199           
 0
 23 Feb 19, 06:22 AM

পরমাণু সমঝোতা মেনে চলছে ইরান॥ আইএইএ  

পরমাণু সমঝোতা মেনে চলছে ইরান॥ আইএইএ   

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) তার ত্রৈমাসিক প্রতিবেদনে বলেছে, ইরান ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে সাক্ষরিত পরমাণু সমঝোতার সবগুলো বিধিনিষেধ পুরোপুরি মেনে চলছে। এতে আরো বলা হয়েছে, এমনকি আমেরিকা গত বছর এই মঝোতা থেকে বেরিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পরও ইরান ওইসব বিধিনিষেধ মেনে চলা অব্যাহত রেখেছে। গতকাল শুক্রবার আইএইএর পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সক্ষমতা থাকা সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য পরমাণু সমঝোতায় বর্ণিত সর্বোচ্চ সীমা মেনে চলেছে ইরান। এই নিয়ে জাতিসংঘের এই পরমাণু তদারকি সংস্থা ১৪ বার ইরানের পক্ষ থেকে পরমাণু সমঝোতা মেনে চলার বিষয়টিকে স্বীকৃতি দিল। আইএইএর প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাসে ইরানে ভারী পানির মজুদ ১২২.৮ টন থেকে বেড়ে ১‌২৪.৮ টনে পৌঁছেছে। এ ছাড়া, দেশটি ১৬৩.৮ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে। এই মজুদ গত নভেম্বরে ছিল ১৪৯.৪ কেজি।

তবে দুটি ক্ষেত্রেই মজুদ পরমাণু উপাদান এখনো পরমাণু সমঝোতার অনুমোদিত সীমার মধ্যেই রয়েছে। আইএইএর ত্রৈমাসিক প্রতিবেদনে আরো জানানো হয়েছে, জাতিসংঘের পরিদর্শকরা পরমাণু সমঝোতা বর্ণিত বিধি অনুসারে ইরানের পরমাণু স্থাপনাগুলো অবাধে পরিদর্শন করতে পেরেছেন। ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলা সত্ত্বেও ২০১৮ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা থেকে বেরিয়ে যান। এরপর নভেম্বরে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। কিন্তু আমেরিকা পরমাণু সমঝোতা ত্যাগ করলেও ইউরোপীয় দেশগুলো এটিতে অটল রয়েছে এবং ইরানকেও এই সমঝোতায় অটল থাকার আহ্বান জানিয়েছে। তবে আমেরিকা ইউরোপীয় দেশগুলোকে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য নিরবচ্ছিন্ন আহ্বান জানিয়ে আসছে। সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইউরোপীয় দেশগুলোকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলো ইরানের ওপর আমেরিকার পক্ষ থেকে আরোপ করা নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন