News71.com
 International
 29 Jun 20, 10:18 PM
 409           
 0
 29 Jun 20, 10:18 PM

এবার হিউম্যান ট্রায়ালের পথে থাইল্যান্ডের করোনা প্রতিশেধক টিকা॥

এবার হিউম্যান ট্রায়ালের পথে থাইল্যান্ডের করোনা প্রতিশেধক টিকা॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাসে মহামারি তাণ্ডব, এমন পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে মানুষ। যদিও এর প্রতিষেধক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। ঠিক কবে নাগাদ ভ্যাকসিন তৈরি হবে তার সঠিক তথ্য নিয়েও শঙ্কায় তারা। এরই মধ্যে করোনা প্রতিষেধক নিয়ে আশার কথা জানিয়েছে থাইল্যান্ড।থাইল্যান্ডের বিজ্ঞানীরা জানায়, প্রথমে ইঁদুরের উপর, পরে বাঁদুরের উপর-দুই ক্ষেত্রেই ক্লিনিক্যাল ট্র্যায়ালে করোনা প্রতিষেধকে আশানুরূপ ফল মিলেছে। শুধু তাই নয়, কবে থেকে এই টিকার হিউম্যান ট্রায়াল শুরু হতে পারে, সে বিষয়ে ইঙ্গিতও দিয়েছেন তারা।টিকার গবেষণা দলের প্রধান চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় গবেষক কিয়াথ রুক্সরাংথাম জানান, অক্টোবর মাসের শুরুতেই থাইল্যান্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল শুরু হতে পারে।এর আগে, থাইল্যান্ডের উচ্চশিক্ষা ও বিজ্ঞান মন্ত্রী সুভিট মেয়সিনসি জানান, বাঁদরের উপর এই প্রতিষেধক প্রয়োগের ফলাফল বেশ ভাল। সবকটি বাঁদরের শরীরেই করোনার বিরুদ্ধে যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে।থাইল্যান্ডের উচ্চশিক্ষা ও বিজ্ঞান মন্ত্রী সুভিট মেয়সিনসি জানান, আরও একবার এই টিকার দ্বিতীয় জোড প্রয়োগ করা হবে বাঁদরগুলির উপর। ওই ট্রায়ালেও সাফল্য পেলে আগামী অক্টোবরের মধ্যে মানুষের শরীরে এই প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ করা হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন