News71.com
 International
 18 Oct 20, 08:35 PM
 331           
 0
 18 Oct 20, 08:35 PM

বিপুল ভোটে আবারও নির্বাচিত হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা॥

বিপুল ভোটে আবারও নির্বাচিত হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা॥

আন্তর্জাতিক ডেস্কঃ সবচেয়ে কম বয়সী নারী সরকারপ্রধান হিসেবে প্রথম মেয়াদেই ইতিহাস গড়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। সংকটের সময় সঠিক নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছেন, নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বারবার। আর এসব অর্জনের জোরেই দ্বিতীয় মেয়াদেও নির্বাচিত জাসিন্ডা। বিপুল ভোটে জয় পেয়ে শনিবার আবারও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন তিনি। নিউজিল্যান্ডের মাউরি আদিবাসী অধ্যুষিত একটি ছোট্ট শহর হামিলটনে ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন জাসিন্দা আর্ডার্ন। সে সময় ওই গ্রামের শিশুরা পায়ে পরার জুতো পেত না। এমনকি দুপুরের খাবারও জুটতো না। আর এ দুর্দশাই অল্প বয়সে রাজনীতিতে যোগ দিতে উদ্বুদ্ধ করে তাকে। পুলিশ কর্মকর্তা বাবা আর স্কুল কর্মচারী মায়ের দ্বিতীয় সন্তান জাসিন্দা মাত্র ১৭ বছর বয়সেই এক আত্মীয়ার হাত ধরে নিউজিল্যান্ডের লেবার পার্টিতে যোগ দেন।


২০১৭ সালে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ৩৭ বছর বয়সে প্রথমবারের মতো ক্ষমতা গ্রহণ করেন জাসিন্দা। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালেই সন্তান জন্ম দেয়া দ্বিতীয় নারী হিসেবে ২০১৮ সালে ইতিহাসের পাতায় আবারও লেখান নিজের নাম। কিন্তু ২০১৯ সালের মার্চে জুমার নামাজের সময় আলোচিত ক্রাইস্টচার্চ মসজিদে হামলার পরই তাকে নিয়ে শুরু হয় আলোচনা। সংকটের সময় সঠিক নেতৃত্ব দিয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ান এই নেতা। কার্যকর পরিবর্তন আনেন নিজ দেশের অস্ত্র আইনে। এরপর চলতি বছর করোনা মহামারি মোকাবিলায় সফলতার কারণে আরও একবার তার জয়জয়কার প্রতিধ্বনিত হয় সারা বিশ্বে। আর এসব অর্জনই দ্বিতীয় মেয়াদে তাকে প্রধানমন্ত্রিত্ব এনে দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন