News71.com
 International
 13 Jan 21, 10:37 PM
 332           
 0
 13 Jan 21, 10:37 PM

নিউজিল্যান্ডে কুড়ালের আঘাতে পার্লামেন্টের দরজা ভাঙল এক দুর্বৃত্ত॥

নিউজিল্যান্ডে কুড়ালের আঘাতে পার্লামেন্টের দরজা ভাঙল এক দুর্বৃত্ত॥

নিউজিল্যান্ডে কুড়ালের আঘাতে পার্লামেন্টের দরজা ভেঙ্গে ফেলেছে এক দুর্বৃত্ত। আজ বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ান, রয়টার্স ও সিএনএ’র। পুলিশ জানায়, দরজা ভাঙলেও ভিতরে ঢোকার চেষ্টা করেননি ওই ব্যক্তি। ঘটনার ১০ মিনিটের মধ্যেই আটক করা হয় তাকে। গ্রীষ্মকালীন ছুটি থাকায় পার্লামেন্ট ভবনে খুব বেশি লোক উপস্থিত ছিলেন না ওই সময়। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি কিছু। বুধবার আদালতে তোলা হবে ৩১ বছর বয়সী হামলাকারীকে। অপরাধ প্রমাণিত হলে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে তার। এ ঘটনার পর জোরদার করা হয়েছে পার্লামেন্টের নিরাপত্তা ব্যবস্থা। এ ধরনের হামলার ঘটনা নিউজিল্যান্ডে বিরল। নিরাপত্তার কড়াকড়ি ছাড়াই স্বাভাবিক চলাফেরা করেন দেশটির আইনপ্রণেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন