News71.com
 International
 14 Jan 21, 08:16 PM
 347           
 0
 14 Jan 21, 08:16 PM

বাইডেনের অভিষেক অনুষ্ঠান উপস্থাপনা করবেন অস্কারজয়ি হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস॥

বাইডেনের অভিষেক অনুষ্ঠান উপস্থাপনা করবেন অস্কারজয়ি হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারির কারণে এ বছর উৎসবমুখর পরিবেশে জো বাইডেনের শপথ নেয়ার অনুষ্ঠান বাতিল করে বিশেষ টেলিভিশন প্রোগ্রাম করা হচ্ছে। আর এই শপথ গ্রহণ নিয়ে আয়োজিত বিশেষ টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করবেন অস্কারবিজয়ী অভিনেতা হলিউড সুপারস্টার টম হ্যাঙ্কস। অনুষ্ঠানটি ‘আমেরিকান বীরদের’ প্রতি উৎসর্গ করা হবে। তাদের মধ্যে করোনার বিরুদ্ধে লড়াই করা সামনের সারির কর্মীরাও আছেন। ফক্স নিউজ জানিয়েছে, ২০ জানুয়ারি ‘সিলিব্রেটিং আমেরিকা’ শিরোনামে এই বিশেষ টিভি অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি স্থানীয় সময় ২০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৮টায় এবিসি, সিবিএস, সিএনন, এনবিসি ও এমএসএনবিসিতে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া ইউটিউব, ফেসবুক, টুইটারসহ নয়টি শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হবে। টম হ্যাঙ্কসের উপস্থাপনার পাশাপাশি ৯০ মিনিটের বিশেষ টিভি অনুষ্ঠানটিতে পারর্ফম করবেন গায়ক-অভিনেতা জাস্টিন টিম্বারলেক, গায়ক জন বন জোভি, গায়িকা-অভিনেত্রী ডেমি লোভাটো ও গায়ক অ্যান্ট ক্লেমন্স। ডেমি লোভাটো তার ইনস্টাগ্রামে লিখেছেন, আমাকে যখন পারফর্ম করার কথা বলা হলো আমি তা শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন