
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়েছে।বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, তবে পৃথক দুর্ঘটনায় কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। মার্কিন বাহিনীর দাবী তারা নিজেদের সব পাইলট ও ক্রুদের উদ্ধার করেছে। প্রশান্ত মহাসাগরীয় মার্কিন নৌবহরের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল রোববার প্রথমে এমএইচ-৬০ সি হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। নিয়মিত টহলের অংশ হিসেবে হেলিকপ্টারটি উড্ডয়ন করছিল। এতে থাকা তিন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। প্রায় আধাঘণ্টা পর একইভাবে বোয়িং এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। যুদ্ধবিমানে থাকা দুই ক্রুকেও উদ্ধার করা হয়েছে। দুটি ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।