News71.com
 International
 14 Jan 21, 10:10 PM
 312           
 0
 14 Jan 21, 10:10 PM

বেক্সিমকোর আমদানিকৃত করোনা টিকার প্রতি ডোজ ১১২৫ টাকা॥

বেক্সিমকোর আমদানিকৃত করোনা টিকার প্রতি ডোজ ১১২৫ টাকা॥

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী মাস থেকেই দেশের বাজারে করোনা ভাইরাসের টিকা বিক্রি শুরু করতে পারে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। মঙ্গলবার (১২ জানুয়ারি) বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজার বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, খোলা বাজারে বিক্রির জন্য ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৩০ লাখ ডোজ করোনা টিকা কিনছে বেক্সিমকো।

অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার এই টিকার প্রতি ডোজ বেক্সিমকো কিনবে ৮ ডলার দিয়ে। সরকারকে দেওয়ার জন্য তারা যে দামে টিকা কিনছে, এই দাম তার প্রায় দ্বিগুণ। সাধারণ মানুষকে এই টিকার প্রতি ডোজ কেনার জন্য ব্যয় করতে হবে প্রায় ১,১২৫ টাকা (১৩.২৭ ডলার)। প্রত্যেকের জন্য দুই ডোজ টিকা কিনতে খরচ হবে ২,২৫০ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন