News71.com
 International
 14 Nov 25, 11:23 AM
 2           
 0
 14 Nov 25, 11:23 AM

ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরস্ত্র জার্মান পুলিশ মোতায়েন॥

ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরস্ত্র জার্মান পুলিশ মোতায়েন॥

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনে বেশ কয়েকজন নিরস্ত্র পুলিশ কর্মকর্তা মোতায়েন করেছে জার্মানি। অধিকৃত অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল করতে ও স্থানীয় বেসামরিক নিরাপত্তা বাহিনীকে আরও শক্তিশালী করতে এমন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে দেশটি। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ডট জার্মান প্রেস এজেন্সি ডিপিএকে বলেন, তিনি ফেডারেল পুলিশের একটি উচ্চপদস্থ দল জেরুজালেমে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। কর্মকর্তারা সেখান থেকে ফিলিস্তিন অঞ্চলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করছেন। বার্তা সংস্থা আনাদোলু বুধবার জানায়, প্রাথমিকভাবে চার পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত দলটি প্রায় দুই সপ্তাহ আগে ফিলিস্তিন অঞ্চলে পৌঁছায়। এ দলের লক্ষ্য হলো– ফিলিস্তিনে বেসামরিক নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করার জন্য জার্মানির অবদানকে আরও উন্নত করা। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন