News71.com
 Sports
 01 Aug 20, 07:16 PM
 530           
 0
 01 Aug 20, 07:16 PM

ফুটবল॥ এফএ কাপের ফাইনালে মুখোমুখি চেলসি-আর্সেনাল

ফুটবল॥ এফএ কাপের ফাইনালে মুখোমুখি চেলসি-আর্সেনাল

স্পোর্টস ডেস্কঃ ইপিএলের শিরোপা হাতছাড়া হয়েছে অনেক আগেই। তবুও স্বপ্ন টিকে আছে এফএ কাপের ফাইনাল ঘিরে। যে ফাইনালে শনিবার রাতে মুখোমুখি হবে দুই জায়ান্ট চেলসি ও আর্সেনাল। আগামী চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত হয়েছে ব্লুদের। তবে, আর্সেনাল সে যাত্রায় পিছিয়ে গেছে। তাই এফএ কাপ জিতে সে আক্ষেপ ঘোচাতে চায় গানাররা। ওয়েম্বলি স্টেডিয়ামে দু'দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০ টায়।ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ। শেষ ইউরোপের বেশিরভাগ লিগ। ফুটবলপ্রেমীদের নতুন মৌসুমের জন্য অপেক্ষা করতে হবে আরো বেশ কিছুদিন। তবে, মৌসুম পুরোপুরি শেষ হওয়ার আগে জমজমাট এক ম্যাচ উপভোগ করতে যাচ্ছে ফুটবলবিশ্ব। আর তা হলো এফএ কাপের ফাইনাল। যেখানে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে চেলসি ও আর্সেনাল।ইপিএলে ৪ নম্বরে থেকে লিগ শেষ করা চেলসির আগামী চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কাটা হয়ে গেছে। তবে, খালি হাতে মৌসুম শেষ করতে নারাজ ব্লুরা। তাইতো এফএ কাপকে তারা বেছে নিয়েছে উদযাপনের উপলক্ষ হিসেবে। এদিকে, ল্যাম্পার্ড এ ম্যাচে পাচ্ছেনা গিলমুরকে। শঙ্কা আছে এনগোলো কান্তেকে নিয়েও। তবে, অলিভার জিরু, আলোনসো, পুলিসিচ আর কোভাচিচরা থাকায় কিছুটা চিন্তামুক্ত থাকবেন কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। আর্সেনালের বিপক্ষে পরিসংখ্যানে খুব একটা পার্থক্য না থাকায় এ ম্যাচে সতর্ক থেকেই মাঠে নামবে চেলসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন