News71.com
 Sports
 24 Nov 25, 10:06 AM
 7           
 0
 24 Nov 25, 10:06 AM

ফুটবল॥ বাইসাইকেল শটে ক্রিশ্চিয়ানো রোনালদোর দূর্দান্ত গোল

ফুটবল॥ বাইসাইকেল শটে ক্রিশ্চিয়ানো রোনালদোর দূর্দান্ত গোল

স্পোর্টস ডেস্কঃ বয়স যে শুধুই একটি সংখ্যা, ৪০ বছর বয়সে এসেও তা প্রমাণ করে চলেছেন কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল-খালিজের বিপক্ষে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে গোল করে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। তার এই গোলের রাতে আল-খালিজকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে লিগে টানা নবম জয় তুলে নিয়েছে আল-নাসর। রিয়াদের আল-আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে জর্জ জেসুসের শিষ্যরা। জোয়াও ফেলিক্স ও ওয়েসলির গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। 

দ্বিতীয়ার্ধের শুরুতে আল-খালিজ এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও সাদিও মানের গোলে ব্যবধান ৩-১ করে আল-নাসর। ম্যাচের শেষদিকে প্রতিপক্ষের ডিমিট্রিওস কুর্বেলিস লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আল-খালিজ। আর ঠিক তখনই আসে ম্যাচের সেরা মুহূর্ত। নাওয়াজ বুশালির ক্রস থেকে দর্শনীয় এক বাইসাইকেল কিকে বল জালে জড়ান রোনালদো।এই জয়ে ৯ ম্যাচে ৯ জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল আল-নাসর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন