News71.com
 Sports
 26 Oct 21, 10:00 PM
 260           
 0
 26 Oct 21, 10:00 PM

বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে জয়ে ফিরল দ.আফ্রিকা৷।

বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে জয়ে ফিরল দ.আফ্রিকা৷।

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (২৬ অক্টোবর) বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় প্রোটিয়া ক্রিকেট দল। ভ্যান ডার ডুসান-মার্করামের ঝড়ো ব্যাটিংয়ে এই আসরের প্রথম জয় পেল তারা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা রাঙাতে পারেননি প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথম ওভারের শেষ বলে রাসেলের থ্রো’তে রান আউট হয়ে সাঝঘরে ফেরেন তিনি। এরপর মাঠে নেমে দলের হাল ধরেন ভ্যান ডার ডুসান। তাকে সঙ্গ দিয়ে সমান তালে দলকে এগিয়ে নিচ্ছিলেন ওপেনার রেজা হেনড্রিকস। ৫০ বলে ৫২ রানের জুটি গড়েন এই দুইজন।

দশম ওভারে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে জুটি ভাঙেন শিমরন হেটমায়ার। আকিল হোসেনের বলে উইকেট হারান রেজা হেনড্রিকস। ১ ছয় ও ৪ চারে ৩০ বলে ৩৯ রান করে বিদায় নেন এই ওপেনার। এরপর ব্যাট করতে নেমে ভ্যান ডার ডুসানকে সঙ্গে নিয়ে ঝড়ো ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এইডেন মার্করাম। ৪ ছয় ও ২ চারে মাত্র ২৫ বলে অর্ধশতক তুলে নেওয়া এ ব্যাটার অপরাজিত থাকেন ৫১ রানে। ৩ চারে ৫১ বলে ৪৩ রান নিয়ে অপরাজিত থাকেন ভ্যান ডার ডুসেন। এর আগে দক্ষিণ আফ্রিকাকে ১৪৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গত ম্যাচের হার ভুলে এই ম্যাচে ব্যাট হাতে দারুণ দক্ষতা দেখিয়ে সবগুলো ওভার খেলে ১৪৩ রান সংগ্রহ করেছে লুইস-পোলার্ডরা। টস হেরে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার এভিন লুইস ও লিন্ডল সিমন্স। এ দুই ওপেনার ৬৩ বলে ৭৩ রানের জুটি গড়েন। মাত্র ৩২ বলে অর্ধশতক তুলে নেন লুইস। তবে একাদশ ওভারে বল করতে এসে ভয়ঙ্কর হয়ে ওঠা লুইসকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ। ৬ ছয় ও ৩ চারে ৩৫ বল খরচায় ৫৬ রান করে সাঝঘরে ফেরেন উইন্ডিজ এই ওপেনার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন