News71.com
 Sports
 26 Jun 22, 11:15 AM
 1184           
 0
 26 Jun 22, 11:15 AM

মেয়ার্সের সেঞ্চুরিতে দিনটি শুধুই ওয়েস্ট ইন্ডিজের।।

মেয়ার্সের সেঞ্চুরিতে দিনটি শুধুই ওয়েস্ট ইন্ডিজের।।

স্পোর্টস ডেস্কঃ আশার আলো জ্বালিয়েছিলেন খালেদ আহমেদ- মেহেদী হাসান মিরাজরা। কিন্তু সেটা দ্রুতই নিভিয়ে দিয়েছেন কাইল মেয়ার্স। নিজে সেঞ্চুরি করেছেন, দলকেও নিয়ে গেছেন নিরাপদ উচ্চতায়।  সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ১০৬ রানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৪০ রান। মেয়ার্স ১৮০ বলে ১২৬ ও জশুয়া ডি সিলভা ১০৬ বলে ২৬ রান করে অপরাজিত আছেন। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ২৩৪ রান।  কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্র্যাথওয়েট ৩০ ও জন ক্যাম্পবেল অপরাজিত ছিলেন ৩২ রানে। দ্বিতীয় দিনে ইনিংসের ২৬তম ওভারে এসে এই দুজনের জুটি ভাঙেন শরিফুল ইসলাম।  

তার বাড়তি বাউন্সে করা শর্ট পিচ বল পুল করতে গিয়ে গতির কাছে হার মানেন ক্যাম্পবেল। ক্যাচ তুলে দেন উইকেটের পেছনে দাঁড়ানো নুরুল হাসান সোহানের হাতে। এরপর ছোট একটি জুটি গড়ে ওঠেছিল ব্র্যাথওয়েট ও রেমন রাইফারের।   ক্যারিবীয়ান অধিনায়ককে বোল্ড করতে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। আর্ম বলে পরাস্ত হওয়ার আগে ৭৯ বলে ৪৫ রান আসে ব্র্যাথওয়েটের ব্যাট থেকে। ৩১ রানের জুটি ভাঙার পরই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন