নিউজ ডেস্কঃ গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের ৪৪ মন্ত্রী-এমপিসহ অর্ধশতাধিক প্রভাবশালীর বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগে তাঁদের এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে আদালত এসব নিষেধাজ্ঞা দিয়েছেন। এ ছাড়া শিগগিরই একই অভিযোগে আওয়ামী লীগের আরো অন্তত ২৪ জন মন্ত্রী-এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হবে।
গত এক মাসে নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের মধ্যে ২৬ জন সাবেক মন্ত্রী ও ১৮ জন সাবেক এমপি রয়েছেন। দুদকের প্রাথমিক গোয়েন্দা অনুসন্ধানে তাঁদের প্রায় সবার বিরুদ্ধে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। ক্ষমতার অপব্যবহার করে তাঁরা প্রত্যেকেই অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। অবৈধ সম্পদশালীরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আরো অনেকে। সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এবং সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীও রয়েছেন অবৈধ সম্পদশালীর এই তালিকায়।