News71.com
 Bangladesh
 30 Nov 24, 09:30 AM
 28           
 0
 30 Nov 24, 09:30 AM

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযান॥ অস্ত্রসহ গ্রেপ্তার ১২

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযান॥ অস্ত্রসহ গ্রেপ্তার ১২

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী মাহবুব ও বোবা বিরিয়ানির ইরফানসহ ১২ জন মাদক কারবারিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) ভোরে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী মাহবুব এবং ইরফানসহ ১২ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। অভিযানে যৌথবাহিনী গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি রিভলভার, ৮ রাউন্ড এ্যামুনেশন, ৫টি চাপাতি এবং ৭টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধার অস্ত্র ও এ্যামুনেশনসহ গ্রেপ্তারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় আইএসপিআর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন