News71.com
 Bangladesh
 02 Dec 24, 09:17 AM
 44           
 0
 02 Dec 24, 09:17 AM

কাজ শেষে চালুর অপেক্ষায় খুলনা-ঢাকা নতুন রেলপথ॥

কাজ শেষে চালুর অপেক্ষায় খুলনা-ঢাকা নতুন রেলপথ॥

নিউজ ডেস্কঃ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রস্তাবনা অনুযায়ী খুলনা-ঢাকা এবং বেনাপোল-ঢাকা নতুন রুটে ট্রেন চালুর তৎপরতা চলছে। এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর ট্রেন চালুর প্রস্তুতি শুরু হয়েছে, কিন্তু কবে থেকে ট্রেন চলবে তা এখনও নিশ্চিত করা হয়নি। জানা গেছে, পদ্মা সেতু হয়ে নতুন রুটের ট্রেন খুলনা থেকে যশোরের সিঙ্গিয়া, নড়াইল, মধুমতি সেতু, গোপালগঞ্জের কাশিয়ানি, ফরিদপুরের ভাঙা হয়ে ঢাকায় পৌঁছাবে। ঢাকা থেকে ফিরতি ট্রেন যশোর হয়ে বেনাপোল যাবে দুপুরে। বেনাপোল থেকে একই রুটে ঢাকায় ফিরবে। এরপর ঢাকা থেকে নড়াইল হয়ে বিকালে খুলনা ফিরবে। খুলনা-ঢাকা পুরনো রেল রুটের পথ ৩৭৬ কিলোমিটার। খুলনা-ঢাকা নতুন রুটের পথ ২০৮ কিলোমিটার। এই পথে কমবে ১৬৮ কিলোমিটার। নতুন এ পথে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা। আলোচনায় রয়েছে খুলনা থেকে ঢাকা রুটে ৩-৪টি ট্রেন চালানোর বিষয়। বেনাপোল থেকেও ট্রেন ঢাকায় নেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। এ ছাড়া একটি ট্রেন দিয়ে আগে রুট চালু করা নিয়েও আলোচনা হচ্ছে। যা খুলনা থেকে ছেড়ে ঢাকা হয়ে বেনাপোল, আবার বেনাপোল-ঢাকা হয়ে ট্রেনটি খুলনা রুটেও চালানোর বিষয় ভাবনায় রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন