নিউজ ডেস্কঃ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধকে অবমাননা করে বা ছোট করে রাজনৈতিক সাফল্য অর্জন সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, ছাত্রশিবির তাদের এক লেখায় মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করেছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়। বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন। এটি ছোট করার যে কোনো প্রচেষ্টা রাজনৈতিকভাবে ব্যর্থ হবে। ৫ আগস্টকে মুক্তিযুদ্ধের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা মানুষ মেনে নেবে না। মুক্তিযুদ্ধের বিস্তৃত পরিসর ও ৩০ লাখ শহীদের আত্মত্যাগকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই।’ সরকারের শাসনব্যবস্থা সম্পর্কে সমালোচনা করে রিজভী বলেন, ‘গত দেড় দশকে শেখ হাসিনা ও তাঁর পরিবার গোষ্ঠীতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন। তিনি এখন পাশের দেশ থেকে কর্মসূচি ঘোষণা দিচ্ছেন, আর যারা কারাগারে আছেন, তাদের মধ্যে একজন দরবেশের ভূমিকা পালন করছেন।’