News71.com
 Bangladesh
 12 Mar 25, 11:32 AM
 11           
 0
 12 Mar 25, 11:32 AM

১০০ কিলোমিটার ওপর থেকে মানুষের চেহারা শনাক্ত করবে চীনের গোয়েন্দা স্যাটেলাইট॥

১০০ কিলোমিটার ওপর থেকে মানুষের চেহারা শনাক্ত করবে চীনের গোয়েন্দা স্যাটেলাইট॥


নিউজ ডেস্কঃ শক্তিশালী গোয়েন্দা স্যাটেলাইট তৈরি করেছে চীনের বিজ্ঞানীরা। এটি লেজার ইমেজিং প্রযুক্তির মাধ্যমে ১০০ কিলোমিটার (৬০ মাইল) ওপর থেকে মানুষের চেহারার বিস্তারিত ছবি তুলতে পারে। চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রযুক্তি বর্তমানের শীর্ষস্থানীয় স্যাটেলাইট ক্যামেরা এবং গোয়েন্দা টেলিস্কোপের তুলনায় ১০০ গুণ বা তারও বেশি শক্তিশালী। এই স্যাটেলাইটের প্রযুক্তি একাধিক কাজে ব্যবহার করতে পারে চীন। যার মধ্যে একটি হলো বিদেশি স্যাটেলাইটের ওপর নজরদারি। এর মাধ্যমে নতুন স্তরের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবে চীন, যা এর আগে সম্ভব ছিল না। এই স্যাটেলাইট তৈরি করেছেন চীনের একাডেমি অব সায়েন্সেসের অ্যারোস্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউটের গবেষকেরা এবং তাদের গবেষণার ফলাফল চীনা জার্নাল অব লেজার্স (ইস্যু ৫২, ভলিউম ৩)-এ প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর-পশ্চিমে অবস্থিত ‘কিংহাই হ্রদ’ এলাকায় একটি নতুন সিস্টেমের মাধ্যমে পরীক্ষা চালান বিজ্ঞানীরা, যা সিনথেটিক। অ্যাপারচার লাইডার (এসএএল) নামক একধরনের লেজার রাডার প্রযুক্তির ওপর ভিত্তি করে স্যাটেলাইটটি তৈরি। এই প্রযুক্তি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক ছবি তুলতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন