News71.com
 Bangladesh
 27 Mar 25, 05:33 PM
 51           
 0
 27 Mar 25, 05:33 PM

চিকিৎসা ঘাটতি মেটাতে ২৯ মার্চ ও ২ এপ্রিল খোলা থাকবে বিএমইউ বহির্বিভাগ॥

চিকিৎসা ঘাটতি মেটাতে ২৯ মার্চ ও ২ এপ্রিল খোলা থাকবে বিএমইউ বহির্বিভাগ॥

নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসাব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। ছুটিতে রোগীদের সুবিধার্থে আগামী শনিবার ( ২৯ মার্চ ) ও বুধবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।আগামী শনিবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন