News71.com
 Bangladesh
 06 Apr 25, 04:55 PM
 35           
 0
 06 Apr 25, 04:55 PM

নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড ১৩ এপ্রিল॥

নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড ১৩ এপ্রিল॥

নিউজ ডেস্ক: বাংলা নতুন বছরকে বরণের আমেজে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ ডে প্যারেড’ হবে আগামী ১৩ এপ্রিল।  ‘হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস’-এর সহায়তায় বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এ প্যারেড অনুষ্ঠিত হবে। জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট সংলগ্ন সিটির পার্কিং এরিয়া থেকে শুরু হয়ে ৩৭ এভিনিউ ধরে প্যারেডটি যাবে ৮৬ স্ট্রিটে। প্যারেডের অনুমতি সংগ্রহকারী ‘হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস’-এর প্রেসিডেন্ট ফাহাদ সোলায়মান এ সংবাদদাতাকে জানান, সকল সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-আঞ্চলিক-রাজনৈতিক-ধর্মীয় সংগঠনকে আমন্ত্রণ জানানো হচ্ছে নিজ নিজ ব্যানারসহ অংশগ্রহণের জন্য।  প্যারেডে সাংস্কৃতিক পর্বে থাকবেন অপূর্ব, নওশীন, রিচি সোলায়মান, মিলন, নাদিয়া, জাহেদ খান, প্রতিক হাসান, নোভা, দেবাশীষ বিশ্বাস-সহ স্থানীয় জনপ্রিয় শিল্পীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন