News71.com
 Bangladesh
 14 Apr 25, 02:24 PM
 37           
 0
 14 Apr 25, 02:24 PM

বাংলা নববর্ষে হামদর্দের শরবত রুহ্ আফজা আপ্যায়ন

বাংলা নববর্ষে হামদর্দের শরবত রুহ্ আফজা আপ্যায়ন

 

খবর বিজ্ঞপ্তি | ১৪ এপ্রিল ২০২৫, সোমবার

বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর বীরউত্তম সি আর দত্ত রোডে নগর বিপণন কেন্দ্রের চত্ত্বরেে এবং ধানমন্ডি মাঠে ধানমন্ডি সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত বৈশাখী মেলায় হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ আয়োজন করে বিনামূল্যে শরবত রুহ্ আফজা পরিবেশনের বিশেষ উদ্যোগ। গ্রীষ্মের প্রচণ্ড তাপবদাহে ক্লান্ত দর্শনার্থীদের কাছে এই আয়োজন ছিল স্বস্তির নিঃশ্বাস ও প্রশান্তির উপহার।

হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নির্দেশনায় এবং সিনিয়র পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন এবং পরিচালক মার্কেটিং (অ.দা) অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিনের সরাসরি তত্ত্বাবধানে আয়োজনটি বাস্তবায়ন করা হয়।

উৎসবে আগত অনেকেই জানান, কড়া রোদের মধ্যে ঠান্ডা এক গ্লাস শরবত যেমন শরীরকে আরাম দেয়, তেমনি এ ধরনের মানবিক উদ্যোগ সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন হিসেবে প্রশংসাযোগ্য।

হামদর্দের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন