News71.com
 Bangladesh
 27 May 25, 11:14 PM
 34           
 0
 27 May 25, 11:14 PM

নির্বাচন ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয়॥গবেষণা সংস্থা সিপিডি  

নির্বাচন ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয়॥গবেষণা সংস্থা সিপিডি   

নিউজ ডেস্কঃ নির্বাচন ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি।আজ মঙ্গলবার (২৭ মে) সিপিডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলা হয়, এ কারণে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা জরুরি। এছাড়া, সরকার নির্ধারিত লক্ষ্য অনুযায়ী আগামী অর্থবছরের মধ্যে মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনা সম্ভব নয় বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। রাজনৈতিক পটপরিবর্তনের পর নানা অস্থিতিশীলতায় কমেছে দেশি-বিদেশি বিনিয়োগ। ফলে, দারিদ্র্য ও বৈষম্য বাড়ায় দেশে কমছে কর্মসংস্থানের হার। সিপিডি বলছে, চলতি অর্থবছর শেষে দেশের রাজস্ব ঘাটতি ১ লাখ ৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। আর চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা। এছাড়া, আগামী বছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ হবে বলে আশঙ্কা করছে সংস্থাটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন