নিউজ ডেস্ক : খুলনা জেলার পাইকগাছা - কয়রার সাংসদ নুরুল হকের দখলবাজির তদন্ত শুরু করেছে পুলিশ । অভিযোগের তদন্তকারি কর্মকর্তা খুলনা জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার ( এএসপি) দাকোপ সার্কেল আব্দুল কাদের বেগ গতকাল সাংসদ কর্তৃক দখলকৃত আব্দুল আজিজের বাড়ীটি পরিদর্শনে যান। এ সময় তিনি অবরুদ্ধ বাড়িটির ছবি তোলেন ও ঘটনার প্রতক্ষ্যদর্শীদের সাথে কথাও বলেন তিনি। জানাগেছে প্রকাশ্য তদন্তে সাংসদের পক্ষ থেকে চাপ ছিল স্থানীয় প্রশাসনের উপর। যেকারনে জেলা পুলিশের কাছে তদন্তের নির্দেশনা আসার পর প্রায় একমাস সময় লাগল তদন্ত শুরু করতে। অনেকের ধারনা ছিল হয়ত গোপনে দায়সারা তদন্ত করবে পুলিশ। কিন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল তদন্তে যান পুলিশ কর্তা । আর এই প্রকাশ্য তদন্ত শুরু হওয়ায় পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং ন্যায় বিচার সম্পর্কে জনমনে আস্থা বাড়িয়েছে ।
উল্লেখ্য সাম্প্রতিক সময়ে পাইকগাছা পৌর এলাকার আওয়ামিলীগ নেতা জনৈক আব্দুল আজিজের বসতবাড়ীটি দখল করে নেন সাংসদ নুরুল হক। সম্পুর্ণ ফিল্মি স্টাইল নিজে সশরীরে উপস্থিত থেকে সাংসদ নুরুল হক এই দখল অভিযানটি চালান। সাংসদের এই দখল কার্যক্রম নিয়ে www.news71.com , বাংলাদেশ প্রতিদিন সহ বেশ কয়েকটি জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
আওয়ামিলীগ নেতা আজিজ দারস্থ হন প্রধানমন্ত্রীর । প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেওয়া হয় পুলিশকে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই কাগজ বিভিন্ন দপ্তর হয়ে অবশেষে পৌছায় জেলা পুলিশের হাতে। জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত দেয়া হয় তদন্তে বিশেষ পারদর্শি কর্মকর্তা এএসপি দাকোপ সার্কেল আব্দুল কাদের বেগকে।
গতকালের তদন্ত কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ পুলিশের এই কর্মকর্তা news71.com কে বলেন তিনি সাংসদের দখলকৃত বাড়ীটি দেখেছেন এবং তার ছবি সংগ্রহ করেছেন। বেশ কিছু লোকের সাথে কথাও বলেছেন ঘটনা সম্পর্কে জানতে। গতকাল তদন্ত করার সময় তিনি আজিজের বসতবাড়ীর গাছপালা কাটার কিছু নমুনা পেয়েছেন । তদন্তকালে তার সামনেই মহিলারা মই ব্যবহার করে পাঁচিল টপকে বাড়ীর ভীতরে আসা যাওয়া করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা । তিনি বলেন একবিংশ শতাব্দিতে যে এমন ঘটনা ঘটতে পারে তা আগে তার জানা ছিল না।
এদিকে জেলখানার মত বদ্ধ বাড়ীতে মানবেতর জীবন যাপন করছে আব্দুল আজিজের পরিবার। গতকাল রাতে মোবাইলে আব্দুল আজিজের বড় ছেলে আবদুল্লাহ news71.com কে জানান তার বয়:বৃদ্ধ মা রিজিয়া বেগম (৬৮) একজন ডায়াবেটিক রোগী। বের হতে না পারার কারনে তার চিকিৎসা বন্ধ হয়েগেছে। নিয়মিত চিকিৎসা ও হাটাচলা না করতে পারার কারনে তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন তিনি। তাছাড়াও বাড়ী থেকে না বের হতে পারার কারনে তার ৫ বছর বয়সি ভাইপো ফাহিমের লেখা পড়া বন্ধ হয়েছে। আবদুল্লাহ তাদের সমস্যা সমাধানের দাবী জানিয়ে বলেন আশু সমস্যার সমাধান না হলে তাদের মাকে বাঁচানো কঠিন হয়ে পড়বে । তিনি তাদের এই দুরবস্থা থেকে বাঁচানোর জন্য দেশের সকল বিবেকবান মানুষের সহযোগীতা কামনা করেছেন।