কাকভোরে গাজীপুরে সাইনবোর্ড এলাকায় প্রীতি সোয়েটারে আগুন ।। নিউজ ডেস্ক : আজ কাকভোরে গাজীপুরের বোর্ডবাজারের সাইনবোর্ড এলাকায় ‘প্রীতি সোয়েটার’ নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ আগুনে কেউ হতাহত হয়নি। তবে আট তলাবিশিষ্ট কারখানার অষ্টম তলার সব মালামাল ও যন্ত্রপাতি পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিটের আটটি গাড়ি দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের সুত্রে ভোররাতে কারখানার অষ্টম তলার একটি সেকশনে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই তা পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। পরে কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন।
আক্তারুজ্জামান লিটন আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, টঙ্গী, উত্তরা হেডকোয়ার্টার থেকে চারটি ইউনিটের গাড়ি আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।