News71.com
 Bangladesh
 23 Feb 16, 09:21 AM
 1088           
 0
 23 Feb 16, 09:21 AM

নারায়নগঞ্জে কিশোরকে ১৯ দিন শিকলে বেঁধে যৌন নির্যাতন ।। অভিযুক্ত ব্যবসায়ী গ্রেফতার

নারায়নগঞ্জে কিশোরকে ১৯ দিন শিকলে বেঁধে যৌন নির্যাতন ।। অভিযুক্ত ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি পল্লিতে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ১৪ বছরের এক কিশোরকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এভাবে ১৯ দিন আটক থাকার পর গতকাল পুলিশি অভিযানে ভিকটিম আনসারুলকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যবসায়ীকে ।

পুলিশ জানায়, কিশোরকে বেঁধে নির্যাতন করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জের জামদানি পল্লিতে গতরাতে অভিযান চালানো হয়। পরে জামদানি পল্লির একটি কারখানা থেকে কিশোরকে উদ্ধার করেন তারা।

এ সময় অভিযুক্ত জামদানি কারখানার মালিক আক্তার হোসেনকেও গ্রেপ্তার করেন তারা। এ ঘটনায় নির্যাতিত কিশোর আনসারুলের বড় ভাই বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন।

এদিকে আজ (মঙ্গলবার) অভিযুক্তকে ব্যবসায়ী আক্তার হোসেনকে আদালতে পাঠানো হলে সে তার দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। নির্যাতিত কিশোরকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন