নিউজ ডেস্ক : খুলনায় স্ত্রী রাহিমা বেগমকে (২৪) শ্বাসরোধ করে হত্যার পর আত্মসমর্পণ করেছেন তার স্বামী মনির হোসেন (৩০)। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন তিনি। আদালত তাকে পুলিশ হেফাজতে রেখেছেন।
দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জন দাস জানিয়েছেন দৌলতপুরের মহেশ্বরপাশার সেনপাড়া বউ বাজার এলাকার মান্নান ড্রাইভারের ভাড়াটিয়া মনির হোসেন সকাল থেকে দুপুরের যে কোনো সময় তার স্ত্রী রাহিমা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সে নিজেই আদালতে গিয়ে ঘটনাটি স্বীকার করে। এরপর আদালতের নির্দেশে তাকে আটক করা হয়।
এ ঘটনায় নিহত রাহিমার বাবা আব্দুল ওয়াহাব বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।