নিউজ ডেস্ক : ঝিনাইদহে পলাতক জামায়াতের নায়েবে আমির মতিউর রহমানকে পাঁচটি নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে সদর উপজেলার সুরাট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার সুরাট গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, তিনি দীর্ঘদিন পালিয়ে ছিলেন। তিনি বাড়ি ফিরেছেন গোপন সূত্রে খবর পায় পুলিশ। শনিবার ভোরে সদর উপজেলার সুরাট গ্রামে পুলিশ অভিযান চালায়। অভিযানকালে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানায়, ইতিপূর্বে জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে বাসে পেট্রোল বোমা হামলা, বিষয়খালীতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাংচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধসহ ৫টি মামলার পলাতক আসামি তিনি।