নিউজ ডেস্ক : রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা ৭টায় ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনের পাঁচতলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট একযোগে কাজ করে স্বল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।
এদিকে ব্র্যাকের ব্যবস্থাপক (যোগাযোগ) শারারাত ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধান করতে ব্র্যাক এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আগুন লাগার ঘটনায় কেউ হতাহত হয়নি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ৭টার দিকে ব্র্যাক সেন্টারের পাঁচ তলায় আগুন লাগে। ব্র্যাকের সংশ্লিষ্ট বিভাগ দ্রুত ব্র্যাক সেন্টার খালি করতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।