News71.com
 Bangladesh
 02 Mar 16, 04:43 AM
 899           
 0
 02 Mar 16, 04:43 AM

সোনা লুটের ঘটনায় রেলওয়ের পুলিশের পাহাড়তলী ফাঁড়ির ইনচার্জ গ্রেফতার, সাময়িক বরখাস্ত ।।

সোনা লুটের ঘটনায় রেলওয়ের পুলিশের পাহাড়তলী ফাঁড়ির ইনচার্জ গ্রেফতার, সাময়িক বরখাস্ত ।।


নিউজ ডেস্ক : গোয়েন্দা পুলিশ পরিচয়ে নগরের হাজারী গলির দুই ব্যবসায়ীর কাছ থেকে ২০৫ ভরি সোনা লুটের ঘটনায় রেলওয়ে পুলিশের পাহাড়তলী রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ মো. মেজবাহ উদ্দিনকে গত সোমবার রাতে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেফতারের পর আরএনবি কর্তৃপক্ষ মেজবাহকে বাহিনী থেকে সাময়িক বরখাস্ত করেছে। গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন আরএনবির চট্টগ্রাম স্টেশনের প্রধান পরিদর্শক সত্যজিৎ দাশ।

পাহাড়তলী রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ মো: মেজবাহকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জিআরপি থানার ওসি হিমাংশু দাশ সুপ্রভাতকে বলেন, ‘সোনা লুটের ঘটনায় জিআরপি থানায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি আরএনবি পাহাড়তলী রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ মেজবাহ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তিনি সোনা লুটের মামলার প্রধান আসামি।’

গত সোমবার রাতে সোনা বহনকারী পলাশ নন্দী বাদি হয়ে জিআরপি থানায় মামলাটি দায়ের করেন। এতে মেজবাহ উদ্দিন ছাড়া অজ্ঞাত আরও দুইজনকে আসামি করা হয়েছে। এর আগে গত সোমবার সকাল সাড়ে ৭টায় পাহাড়তলী স্টেশনের প্ল্যাটফর্মে দাড়িয়ে ছিলেন পলাশ নন্দীসহ হাজারি গলির দুই সোনা ব্যবসায়ী।
এ সময় আরএনবির দুই সদস্য তাদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ২০৫ ভরি সোনা ছিনিয়ে নেয়। পরে তাদের পাহাড়তলী আরএনবি ফাঁড়ি ইনচার্জ মেজবাহ উদ্দিনের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের (সোনা ব্যবসায়ী) বসতে বলে ওই দুই সদস্য পালিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন