চাপাই নবাবগঞ্জ সংবাদদাতা: নয়াগোলা উচ্চ বিদ্যালয়ের সদ্য প্রয়াত মেধাবী ছাত্র অহেদুজ্জাঅহেদুজ্জামান বাবুর স্মরনে আজ এক শোক র্যালী করেছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র - ছাত্রী সমিতি। গত ২৫ ডিসেম্বর এক মর্মান্তিকে সড়ক দূর্ঘটনায় মারা যান বাবু। উল্লেখ্য নিহত বাবু চাপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগ সাবেক উপ গন শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। আজকের শোক র্যালীতে নিহত বাবুর সহপাঠী, প্রাত্তন ছাত্র ছাড়াও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন রেজা, সদর পৌরসভার ১নং ওয়ার্ড কাউনসিলার ও শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউনসিলার ছিলেন ।