নিউজ ডেস্ক : মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক মল্লিক (৪৩) নামের এক বনদস্যুকে অস্ত্রসহ আটক করেছে র্যাব-৬ । আটক বনদস্যুর নিকট থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃত মোস্তাক বনদস্যু মনজু গ্রুপের সদস্য ।গত শনিবার সকালে সুন্দরবনের ৪৫ নং কম্পাটমেন্টের আওতাধীন শুভাদিয়া খাল থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
র্যাব -৬ এর কমান্ডিং অফিসার লেঃকমান্ডার মাহফুজ জানান গোপন তথ্যের ভিত্তিতে র্যাব ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে বনদস্যু মোস্তাক মল্লিককে আটক কেরা হয় এবং তার স্বীকারোক্তিতে একটি দো-নলা বন্দুক, তিন রাউন্ড গুলি ও ৫৯ খানা ভারতীয় ৫ শত টাকার নোট উদ্ধার করা হয়।
এদিকে গত শনিবার সকালে পশ্চিম সুন্দরবনের মেটেরখাল এলাকা থেকে সফিকুল ইসলাম (২৮) নামের এক জেলেকে অপহরন করে মুক্তিপণ দাবী করেছে বনদস্যুরা । অপহরণের সময় ৬ সদস্যের বনদস্যু গ্রুপটি জেলেদের কাছে নিজেদের বনদস্যু নুর হোসেন বাহিনীর সদস্য বলে পরিচয় দেয় এবং চারটি আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের কাছে চাঁদা দাবী করে।
এসময় জেলেদের কাছে নগদ টাকা না দিতে না পারায় বনদস্যুরা টাকা দিলে ছেড়ে দিবে শর্তে সফিকুল কে অপহরন করে নিয়ে যায়। অপহৃতের মুক্তিপণ বাবদ বিশ হাজার টাকা দাবি বনদস্যুদের। সফিকুলের বাড়ী সাতক্ষিরার শ্যামনগর উপজেলায় বলে জানা গেছে। পশ্চিম সুন্দরবনের মেটেরখাল এলাকা থেকে তাকে অপহরন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সফিকুলের উদ্ধার সম্পর্কে কিছু জানা যায়নি।